চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাহিত্য আসর প্রতিধ্বনি গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে প্রেসক্লবে অনুষ্ঠিত আসরে অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন সুকলাল। স্বরচিত লেখা পাঠ করেন ময়নুল হাসান, অমিতাভ মীর, আবুল কালাম আজাদ, ফয়সাল আহমেদ, সাজিব মিলন, প্রভাষক শরীফ জামান, ডা. কামরুজ্জামান, মোহনা হাসান প্রেমা, ইয়াছিন আলী, হোসেন মোশাররফ, সবুজ রানা, রাশেদুজ্জামান, বিপু চৌধুরী, হাবিবুর রহমান, সুলাইমান হোসেন, মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন লাবলু, সুফিয়া খাতুন, নাজমুল হাসান, রূপকথা, শাহিন আলী, আবুল কাশেম মাস্টার, হাজি খালেকুজ্জামান, আহাম্মদ আলী, রবিউল হোসেন সুকলাল, মাহতাব উদ্দিন, ওমর আলী মাস্টার প্রমুখ। চিরায়ত সাহিত্য কবি নির্মলেন্দু গুণের অসমাপ্ত কবিতাটি আবৃত্তি করেন আবুল কাশেম মাস্টার। লেখার ওপর আলোচনা করেন আহাম্মদ আলী, হাজি খালেকুজ্জামান ও অ্যাড. কামরুল আরেফিন। প্রেসবিজ্ঞপ্তি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ