স্টাফ রিপোর্টার: বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গায় (৮-১২ জানুয়ারি) চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হচ্ছে। বইমেলা উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে স্টল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের (ভ্রাম্যমাণ বইমেলা) ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.