স্টাফ রিপোর্টার: অরিন্দম সাংস্কৃতিক উৎসব ২০১৬ এর ৬ষ্ঠদিন অতিবাহিত হলো। গতকাল রোববার ছিলো লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির টানে গানে গানে। বাংলার লোক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, সুবর্ণা শোভা, হিরণ উর রশিদ শান্ত, অন্ধ শিল্পী আব্দুর রহমান। সঙ্গীতের পরপরই নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় ছিলো বাংলার চিরায়ত লোক সঙ্গীত: মানব প্রেমের মর্মকথা। আলোচনায় প্রধান আলোচক ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন,
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরিন্দমের নির্বাহী সদস্য আলাউদ্দীন উমর। বাংলার চিরায়ত লোকসঙ্গীত যে প্রেমের কথা বলে, অহিংসার কথা বলে, অসাম্প্রদায়িকতার বলে, মানুষের প্রতি মানুষের সম্পর্কের কথা বলে, মানব ধর্মের কথা বলে তা আলোচকগণ তাদের আলোচনায় তুলে নিয়ে আসেন।