টিপ্পনী
চালের নাম
আহাদ আলী মোল্লা
চাল ভালো খুব মিনিকেট
দাম জানো তার ডবল রেট
বস্তা বোঝাই এ চাল নিয়ে
সজাগ থাকে সিন্ডিকেট।
নাম শুনিনি এমন ধানের
নয় সেরা তা গুণে মানের
নাম শুনে তো মাথা ঘোরে
আবার মাথা হচ্ছে হেট।
যখন বাড়ে চালের বাজার
ইচ্ছে তখন ওদের যা যার
নাম পাড়িয়ে চালের ওরা
নেয় ফুলিয়ে নিজের পেট।
মোটা চালের মূল্য নরম
ছাঁটাই করে করছে গরম
এমনকিভাবেই পয়সা-টাকায়
ব্যবসায়ীরা হচ্ছে শেঠ।
সূত্র:(মিনিকেট বলতে কোনো চাল বাজারে থাকবে না)