গাংনী প্রতিনিধি: গাঁজা বিক্রির অভিযোগে রহিদুল ইসলাম (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। গতকাল বুধবার বিকেলে পূর্ব মালসাদহ মোড়ে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডিত রহিদুল ইসলাম গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া হলদিপাড়ার মাজেদ আলীর ছেলে। এর আগে দুপুর ১২টার দিকে ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রসেন কুমার সানা গাঁড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে রহিদুল ইসলামকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। গতকালই তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ