গলাকাটা দাম

আহাদ আলী মোল্লা

ওই ব্যাটারা গলাকাটা
দাম ফেলেছে ওষুধের,
এই ব্যবহার এই আচরণ
থাকে কেবল পশুদের।

দর-দামে খুব ছিনিমিনি
একশ’ টাকার ওষুধ কিনি
হাজার টাকা হাঁকায়;
বাধ্য হয়ে কিনছি কারণ
মরবো যদি না খাই।

ওরা ভীষণ ক্ষমতাধর
গোনে না তাই জরিমানা,
কারোর কথায় দেয় না আমল
আমরা যতোই করি মানা।

দুর্দ- প্রতাপশালী
করে চরম খামখেয়ালি
তোয়াক্কা নেই সারাদেশে
কোনো আইনকানুনের;
ফেলতে হলে গলদ কিছু
গোড়ায় কারা জানুন এর।

সূত্র: (চিকিৎসার নামে গলাকাটা বাণিজ্য : ৬০ টাকার ওষুধ ৫শ’ টাকা))

 

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More