গরিব বাঁচার কর্মসূচি
আহাদ আলী মোল্লা
এক কেজি চাল দশ টাকা দাম
সস্তা কাকে কয়,
সবার কাছেই শায়েস্তা খাঁর
আমল মনে হয়!
তিনশ’ টাকায় বস্তা বোঝাই
এই ধারাকেই সস্তা বোঝায়
কিন্তু হঠাত থামলে কেন
পারলে না নিশ্চয়।
এই বাঙালি কুঁড়ের কুড়ে
শুয়ে বসেই দেশটাজুড়ে
গতর ঘামাক এই নীতিটাই
খাটাচ্ছো বোধ হয়।
দশ টাকা চাল বিশ টাকা চাল
ষাটেও না আর কুলোয়,
গরিব বাঁচার কর্মসূচি
মিশলো শেষে ধুলোয়।
সূত্র:(১০ টাকার চাল বিতরণ বন্ধ : অর্ধকোটি পরিবারের মাথায় হাত)