ক্ষমা করিস তোরা
আহাদ আলী মোল্লা
সাগর আমায় মাফ করে দিস
রাজন করিস ক্ষমা,
তোদের যত রাগ অভিযোগ
রাখিসনে আর জমা।
এই সমাজের কতেক মানুষ
করলো তোদের হত্যা,
আমি তোদের দিইনি তবু
বাঁচার নিরাপত্তা।
এ দোষ আমার কারণ হলো
ওই জানোয়ারগুলো;
বীরদর্পে হাসে চেঁচায়
আমার কানে তুলো।
দুর্বলতা সবই আমার
খুব ভয়ানক ওরা
ওদের কিছু হবে না বাপ
ক্ষমা করিস তোরা।
(সূত্র) ময়মনসিংহে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা।