আহাদ আলী মোল্লা
প্রচলিত একটা কথা
সবাই জেনে নিন,
দশদিন খায় চোর বেটারা
গেরস্থের একদিন।
তেমনি হলো সবুজ-রনির
ধনীর দুলাল এ দুই মনির
হাতেনাতে ধরা;
এখন কী যায় করা।
না বাবা নয় তেমন কিছু
চোরের আবার গলা বেশি
ওদের নিয়ে ভয় রয়েছে
যাচ্ছে না তাই বলা বেশি।
আজ মোবাইল করলো চুরি
কাল ডাকাতি করতে পারে,
খুব সেয়ানা ধূর্ত চতুর
কে বা তাদের ধরতে পারে।
সূত্র: (মোবাইল চুরির অভিযোগে জাফরপুরের সবুজ ও গাড়াবাড়িয়ার রনি আটক)