আহাদ আলী মোল্লা
কী আধুনিক প্রযুক্তি;
চান্দাবাতি দিতেই হবে
শাস্তি সাজা নিতেই হবে
গরিব দুখী, মালপানি নেই
খাটবে নারে ও যুক্তি।
কিন্তু ওরা খায় না ধরা
দুনিয়াকেও ভাবে সরা
কারণ জানা নাই;
দুই পা পেছাই একপা চলি
আছি আশঙ্কায়।
কোন যে বিপদ ওঠে ঘাড়ে
কার করাতে কপাল ফাঁড়ে
কোথায় আছে ফেউ;
ভাগ্য বরাত নসিবে কী
কেউ জানে না কেউ।
সূত্র (কালীগঞ্জে এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি)