টিপ্পনী
কৃষক
আহাদ আলী মোল্লা
পাচ্ছে না সার কৃষক-চাষি
ডিলাররা সার দিচ্ছে না,
ব্যবস্থা কী? তাও তো দেখি
ব্যবস্থা কেউ নিচ্ছে না।
সময় মতো সার না পেলে
গ্রামের চাষা, চাষার ছেলে
আবাদে লস খাবে;
সারের জন্য ডিলার ছাড়া
কোথায় তারা যাবে?
সারের অনেক দাম বেড়েছে
সঠিক দামে মিলছে না,
ন্যায্য মূল্য দিলেও তা সব
ডিলার বাবু গিলছে না।
নানানভাবে আমরা সবাই
যাই ঠকিয়ে চাষি,
বলার বেলায় আমরা বলি
কৃষক ভালোবাসি।
সূত্র:(চাহিদামতো সার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কৃষকরা)