খামার বোঝাই চোরের গাদা
একেকজনা সাহেব,
সুযোগ বুঝে ওরাই নাকি
বস্তা করে গায়েব।
বস্তা বোঝাই সার
আর পারিনে আর
ওদের নামে কোনো কথা
কয় না খবরদার।
চোরগুলো সব চেহারাতে
একেক সাধুর বাপ
সারা দেহে নেইকো তাদের
তিল পরিমাণ পাপ।
ওপর পানে মামু আছেন
সে করে দৌড়ঝাঁপ
তাই পেয়ে যায় মাফ
আসল খবর এই
কিচ্ছু করার নেই!
সূত্র: (কেরুজ চিনিকলে আবার সার চুরি)