কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের জন্য মিনি লাইব্রেরি তৈরি করেছে কালীগঞ্জের ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। এ মিনি লাইব্রেরিতে প্রতিনিয়ত বই পড়ছেন ট্রেনে যাতায়াতকারী বিভিন্ন অঞ্চলের যাত্রী। মিনি লাইব্রেরিতে সব বয়সী মানুষের কথা চিন্তা করে বই রাখা হয়েছে। অধিকাংশ যাত্রী ট্রেন আসার বেশ আগেই রেল স্টেশনে আসেন। ট্রেনে ওঠার আগে যাত্রীরা প্লাটফর্মের এ মিনি স্টেশনে প্রতিনিয়ত বই পড়ে সময় কাটাচ্ছেন। রেল স্টেশনে মিনি লাইব্রেরি তৈরিতে খুশি ট্রেনের যাত্রী ।
বইকে যেমন বলা হয় জ্ঞানের ভা-ার; তেমনি বইকে বলা হয় নিঃসঙ্গ সময়ের সঙ্গী। বই যেমন মনের তৃপ্তি জোগায়, তেমনি বই নিজের জ্ঞানকে প্রসারিত করতে সাহায্য করে। মানুষ নিজ প্রয়োজনে বই পড়লেও, সেই বই পড়াটা ব্যস্ততার কারণে একটা সময় আর হয়ে ওঠে না। তাই ব্যস্ত জীবন কিংবা নিঃসঙ্গ জীবনে বইকে সঙ্গী করতে রেল স্টেশনে মিনি লাইব্রেরি তৈরি করেছে ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। এ সংগঠনের তৈরি মিনি লাইব্রেরির বই পড়ছেন ট্রেনের অপেক্ষমাণ যাত্রী। এতে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের যেমন সময় কেটে যাচ্ছে তেমনি বই পড়ে জ্ঞান অর্জন করছেন তারা। ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রী শোয়াইব হোসাইন জানান, আমি রাজশাহী যাবো। এখনো ট্রেন আসতে প্রায় ১ ঘণ্টা সময় আছে। এ সময়টা বই পড়ে কাটাবো। নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, মিনি লাইব্রেরি নিশ্চয় একটি ভালো উদ্যোগ। আগে দেখতাম যাত্রীরা মোবাইলফোন দেখে সময় পার করছে। এখন দেখি অধিকাংশ যাত্রী বই পড়ছে। এটি দেখতেও ভাল লাগে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.