আহাদ আলী মোল্লা
ভেতর ভেতর ব্যাপার আছে
সাপ করে ফস ফস,
তাই তো বুঝি শঙ্কা-ভয়ে
কর্তা হলেন বশ।
ক’দিন আগেও ওসব নিয়ে
খুব ছিল হইচই,
হঠাত করেই নিশ্চুপ তা
কই গেল কই কই?
বুঝতে কি আর বাকি থাকে
সবাই সবই বোঝে,
কিন্তু কে আর ওসব কিছুর
ফুটো-ছেঁড়া খোঁজে।
তাই রয়েছি চুপ;
কিন্তু বাবা বোঝা সারা
কার কী রকম রূপ!
সূত্র (৪০ কোটি টাকার সাপের বিষ আটকের পর হঠাত তদন্ত বন্ধ)