কার্পাসডাঙ্গায় কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কবিতা আবৃতি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান। প্রধান আলোচক ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হোসেন সুকলাল, শিক্ষক আফাজ উদ্দিন, প্রধান শিক্ষক খায়রুল বাশার, মনিরুজ্জান, ইউসুফ আলী খান, আ. হামিদ, আকলিমা খাতুন, আলো মণ্ডল। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ওস্তাদ শ্রী রঘুনাথ পাল, আক্কাস আলী ও আজিমুদ্দিন। কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিল্লাল হোসেন, দামুড়হুদা গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও আলী আজগার সোনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More