আহাদ আলী মোল্লা
পরের পিঠা বেজায় মিঠা
সব মানুষই বলে,
পাতে বসে পাত কেটে খায়
মানুষ তলে তলে।
এরাও তোমার বন্ধু সেজে
কোমর কেটে খায়,
ওপরে খুব হেসে হেসে
কত যে গিদ গায়।
মানুষ চেনা বড্ড কঠিন
এই সমাজে থেকে,
তোমার পাশে ভালো মানুষ
আছে বলো কে কে?
তা জানো বটে এটা
জানা কঠিন তাই,
সবচে’ বেশি ক্ষতি করে
কাছের মানুষটায়।
সূত্র (আলমডাঙ্গায় প্রতিপক্ষের ৩ বিঘা ধান কেটে নেয়া অভিযোগ)