আহাদ আলী মোল্লা
পাক মুলুকের দোসর ছিলো
রাজাকার আলবদর,
এ বাংলাতে ছিলো তাদের
অনেক বেশি কদর।
পাক বাহিনী করতো সদায়
নলের আগায় শাসন,
ক্ষিপ্ত হয়ে শেখ মুজিবুর
হঠাত দিলেন ভাষণ।
যার যা আছে কোমর বেঁধে
বেরিয়ে পড়ো বাইরে,
লড়াই করো বাঁচার লড়াই
বসার সময় নাইরে।
রক্ত গেল নারী শিশুর
পড়লো লাখো লাশ;
স্বাধীনতা মধুর হলেও
করুণ ইতিহাস।
সূত্র: (২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস)