আহাদ আলী মোল্লা
ট্রেন চলে যায় বে-লাইনে
ঘুমায় শুয়ে চালক,
আকাশ দিয়ে রেল উড়বেই
শিগগিরই; আজ-কাল হোক।
টিকছে না আর কোনো লাইন
রেলের লোকই ভাঙছে আইন
আমরা ভেবে মরছি;
দু’দিন মোটে লাফালাফি
তারপরে কী করছি?
এ কমিটি ও কমিটি
বেজায় হুলস্থূল,
জনজনতা সবই বোঝে
চোখে ধুলো দেয়া ও যে
ওসব বাপু গুল।
সূত্র (দর্শনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ)