টিপ্পনী
ওষুধ
আহাদ আলী মোল্লা
সর্ব রোগের ওষুধ পাবেন
পায়রা খাতুন দিচ্ছেন,
সারা দেশের মানুষ এখন
বোতল ভরে নিচ্ছেন।
হায় রে গুজব মজার গুজব
নাও নিয়ে যাও পানি,
বোতল নিয়ে পোলতাডাঙ্গায়
চলছে টানাটানি।
সব রকমের রোগ সেরে যায়
বলেন রোজই পায়রা,
এই কারণেই নিচ্ছে পানি
আমার আপন ভায়রা।
এই আধুনিক যুগেও ওষুধ
কলের পানি হয়,
এসব খবর সত্যি বাবা
মিথ্যা মোটেও নয়।
সূত্র: (আলমডাঙ্গায় পায়রা খাতুনের টিউবওয়েলের পানি সর্বরোগের ওষুধ)