আহাদ আলী মোল্লা
পুরোনো দিন বিদায় দিলাম কাল
নতুন দিনের সূর্যটা আজ হাসে
হারিয়ে গেছে সেই সতেরো সাল
পা রেখেছি নতুন সালের মাসে।
জীর্ণ জ্বরা ছেঁড়া ফাটার চালে
পড়বো না আর এই বছরে ঠিক
আটকাবো না পাতা কোনো জালে
শুধরে আমি দেবোই চতুর্দিক।
এসো সবাই আমার কাছাকাছি
নয়ন ভরে স্বপ্ন দেব বুনে
আমি কেবল সবার জন্য আছি
বিস্মিত হও এমন কথা শুনে?
সবাই এবার দু’কান খুলে শোনো
বদলে যাবো দেশের তাবত লোক
অন্যায়ে কেউ ছাড় পাবে না কোনো
এই বছরে এটাই শপথ হোক।
সূত্র (নতুন বছর ২০১৮)