আহাদ আলী মোল্লা
একবার নয় দুইবার নয়
হয় ডাকাতি বারবারই,
ওরা কারা চোর লম্পট
নাকি মাদক কারবারি?
প্রশ্ন আসে অনেক রকম
সঠিক জবাব চাস কারা,
কেউ কি জানো ওই বেটাদের
কে দেয় বেশি আশকারা!
আশকারা দেয় অনেক মানুষ
আমি তুমি পুলিশেও,
এসব জানে কামলা মুটে
ম্যাথর মুচি কুলি সেও।
হচ্ছে চুরি হয় ডাকাতি
বারবারই এক জায়গায়,
বড় সাহেব দারোগারা
এখন কি গো নাই গাঁয়?
সূত্র: (জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে গাছ ফেলে ডাকাতি)