আহাদ আলী মোল্লা
ভাল্লাগে না আর;
শুরুর আগেই তোমরা কেন
হচ্ছো বহিষ্কার
বোঝা গেল লেখাপড়ায়
কেমনতর ধার।
সারা বছর ফাঁকিবাজি
পরীক্ষাতে নকল,
নাক কাটা যায় পিতা-মাতার
যাচ্ছে তাদের ধকল।
পাস করো না ফেল করো আর
পাড়ায় পাড়ায় খেল করো আর
করে বেড়াও টো টো,
এই কারণে অভিভাবক
সমাজে হয় ছোট।
সূত্র (ঝিনাইদহে জেএসসি পরীক্ষায় ১৬ জন বহিষ্কার)