আর মেরো না তেশ

টিপ্পনী

টিপ্পনী
আর মেরো না তেশ
আহাদ আলী মোল্লা

গ্যাস বিদ্যুত তেলের দামে
লোক সাধারণ বেজায় ঘামে
পায় না কোনো কূল;
স্বামীর সাথে বউয়ের বাঁধে
সদায় হুলস্থূল।

চালের বাজার কেবল বাড়ে
চাপের বোঝা আমার ঘাড়ে
আর পারিনে আর;
দায়-দেনাতে লাগছে এখন
বিচ্ছিরি সংসার!

দাম রয়েছে বাড়ার তালে
খুব মসিবত চলছে হালে
হচ্ছি মরে শেষ;
জিনিসপাতির দাম বাড়িয়ে
আর মেরো না তেশ!

সূত্র (বিদ্যুত গ্যাস ও তেলের মূল্য ক্ষমতা পেলো সরকার)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More