আহাদ আলী মোল্লা
হাসপাতালে রোগীর গাদা
ফই তামাশার খেল
কার কী আছে বেল
এসব ভেবেই দিশেহারা
যার আছে আক্কেল।
রোগীর গেল চোখ
বাড়ি বাড়ি শোক
এই নিয়ে তো ফুঁসছে যতো
চুয়াডাঙ্গার লোক।
চক্ষু নিয়ে ছিনিমিনি
দৃষ্টি হলো শেষ,
চিকিৎসকের বিচার করো
আরজি করি পেশ!
সূত্র (চুয়াডাঙ্গা ইম্প্যাক্টে অপারেশনের পর ২০ নারী-পুরুষ দৃষ্টি হারিয়েছেন)