আহাদ আলী মোল্লা
জানো দাদা আমরা এখন কোন মুলুকে বাস করি
গর্বে তোমার ভরবেই বুক সত্যি যদি ফাঁস করি
সরকারি মাল হাতিয়ে নিই; পরের জমি খাস করি
সেই জমিটায় কৌশলে ফের লাঙল দিয়ে চাষ করি।
সবাই জানে সবাই বোঝে মাদক ঢেলে হাট করি
আসামিদের ধরা-ছাড়ার বিরাট বিরাট মাঠ করি
নাজাই মানুষ পেলে কারো সাত ভিলেনের পাঠ করি
কলম খাতার চালাকি এক চারকে ভেঙে আট করি।
পরীক্ষা দিই বারে বারে প্রশ্ন আউট; পাস করি
আপন মানুষ হয় যদি তার সব অপরাধ গ্রাস করি
লোকের তালুক নিজের নামে লিখেও বসবাস করি
কেউ যদি দেয় বাধা তাতে গুম অথবা লাশ করি।
ইয়াবা মদ ফেন্সি গাঁজা বেচে নগদ আয় করি
ঘুষ সেলামি নিয়ে নিয়ে চলনটা হাইফাই করি
কতো মধুর মহৎ জীবন আগুন দিয়ে ছাই করি
কিচ্ছুটি নেই বলার কারো আমরা হেথায় যা-ই করি।
সূত্র: (উখিয়ায় পুলিশের ব্যাগে মিললো ১০ হাজার ইয়াবা)