আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে সকল সদস্যদের কণ্ঠভোটে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নারায়ণ ভৌমিককে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সভাপতি আশরাফুননাহার শোভা, সহসভাপতি শিক্ষক মোল্লা রকিব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ফকির, সহসাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান খান, দফতর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ রিয়াজ উদ্দিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজির আহম্মদ, সাহিত্য সম্পাদক ইকরাম হুসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মোল্লা তসলিম আহম্মেদ, শিশু ও কিশোর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাকিরুল ইসলাম, কার্যনিবার্হী সম্পাদক মিতুল হুসাইন, সোহেল হোসেন ও আকতারুল ইসলাম ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণ ভৌমিক।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ