আহাদ আলী মোল্লা
মরছি খারাপ চিন্তায়;
এখন নাকি সুযোগ বুঝে
পুলিশ করে ছিনতাই-
টেনশনে যায় রাত্রি সকাল
কাটছে ভেবে দিন তাই
ঊর্ধ্বতন পুলিশ মশাই
ব্যবস্থাটা নিন তাই-
এই আবেদন করি;
গোলায় যদি গলদ থাকে
কাকে গিয়ে ধরি?
বেকায়দা খুব অবস্থা রে
ভয় খুবই ভয় লাগছে;
আইন বাবুর পকেট থেকেই
আইনকানুন ভাগছে-
সূত্র (ব্যবসায়ীর ১৬ লাখ টাকা ছিনতাই : দত্তনগর ফাঁড়ির এএসআইসহ দু’সদস্য প্রত্যাহার)