আহাদ আলী মোল্লা
এই যে দেখুন বাঁশ
বাঁশের আগায় বাঁধা আছে
প্রশ্নপত্র ফাঁস।
এই নিয়তি কে ঠেকাবে
ফাঁস সে হবেই হবে,
ফাঁস না হয়ে সুষ্ঠুভাবে
পরীক্ষা হয় কবে?
সব পরীক্ষার প্রশ্ন মেলে
খুঁজলে ডানে বামে,
ইন্টার আছে এখন
পল্লিপাড়া গ্রামে।
ইন্টারনেট বদৌলতে
সেকেন্ডে পাই হাতে,
সত্যি কথা বললে আবার
ঘা লেগে যায় আঁতে।
সূত্র: (পিছু ছাড়েনি প্রশ্নফাঁস প্রসঙ্গ)