অট্টালিকায় বাস করে
আহাদ আলী মোল্লা
মেডিকেলের প্রশ্ন বেচে
খান কতিপয় ডাক্তারে,
কোন বেটা এই ব্যবসা ফাঁদে
সবাই চিনে রাখ তারে।
করেন হুয়া হুয়া
প্রশ্ন ওনার ভুয়া
চিটিং করে মালপানি নেন
খান বসে পান্তুয়া।
উনি কি আর একলা থাকেন
সঙ্গে আছেন দোসর,
সবাই মিলে ভাগ করে খান
একলা কেন দোষ ওর?
পালের গোদা ধরতে হবে
প্রশ্ন যারা ফাঁস করে,
তাদের ধরা সহজ তো নয়
অট্টালিকায় বাস করে।
সূত্র:(ভুয়া প্রশ্নপত্র নিয়ে প্রতারণা : চুয়াডাঙ্গার ডা. দিপুসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার)