মাথাভাঙ্গা মনিটর: ইসরাইলের বিমান হামলায় গাজার খান ইউনিসের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ১১ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলের হামলায় মোট নিহতের হয়েছেন ২৬। আহত হয়েছেন ৬০ ফিলিস্তিনি। এদিকে গাজায় ইসরাইলের গত ১৮ মাসের বর্বরতায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ৫১ হাজার ২৬৬ জনে। আহতের সংখ্যা এক লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়, অনেক আহতরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর ১৮৯০ ফিলিস্তিনিকে হত্যা ও ৪ হাজার ৯৫০ জনকে আহত করেছে ইসরাইল।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.