স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার দুজন, আলমডাঙ্গা উপজেলার দুজন এবং জীবননগর উপজেলার দুজন। গতকাল বুধবার পাওয়া চুয়াডাঙ্গার ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। করোনার অস্তিত্ব পরীক্ষার জন্য গতকাল আরও ১৯ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এদিন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন আরও একজন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বুধবার রাতে চুয়াডাঙ্গার ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের হাতে। এতে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। বাকি ২৪ জনেরই রিপোর্ট নেগেটিভ আসে। নতুন করোনা আক্রান্ত চুয়াডাঙ্গা জেলার ৬ জনের মধ্যে রয়েছেন সদরের মুক্তিপাড়ার একজন ও হাটকালুগঞ্জ এলাকার একজন। আলমডাঙ্গার আক্রান্ত দুজনই মাদরাসাপাড়ার বাসিন্দা এবং জীবননগরের অনন্তপুর গ্রামের দুজন।
চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত নতুন ৬ জনের দিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৬শ’ ছাড়িয়েছে। এদিন সুস্থ হয়েছেন আরও একজন। নতুন একজন দিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার ছাড়পত্র পেলেন এক হাজার ৪৭৩ জন।
গতকাল নতুন ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৪। রিপোর্ট এসেছে ৬ হাজার ৬১২ জনের। গতকাল বুধবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৭ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৬১ জন।
এদিকে শীতের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বার বার অভিমত দিয়ে আসছেন। ফলে সরকারিভাবে আবারও করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রচার-প্রচারণার পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে পুনঃ পুনঃ তাগিদ দেয়া হচ্ছে। সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেলে আবারও দেশে লকডাউনের মত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে দেশবাসীকে।
পূর্ববর্তী পোস্ট
আসন্ন দর্শনা পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী ১ ডজন
এছাড়া, আরও পড়ুনঃ