মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২২ জন। নতুন আক্রান্ত দুইজনের সবাই মেহেরপুর গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২৩ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৪ হাজার ৭৬৮ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৯৪ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬০১ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩১৭ জন, গাংনী উপজেলায় ২১২ জন এবং মুজিবনগর উপজেলায় ৭২ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। বাকি চিকিৎসাধীন ২২ জনের মধ্যে সদরে ১৬ জন, গাংনীতে তিনজন এবং মুজিবনগরে তিনজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার ৯ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৫৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪০ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।