মেহেরপুর অফিস: মেহেরপুর বড়বাজার এলাকার মরহুম মোসলেম আলী বিশ^াসের বড় ছেলে ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর বড় ভাই বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, বড়বাজার জামান ক্লথ ও গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সপিবি) মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মশিউজ্জামান বাবু ইন্তেকাল কলেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুলগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহর বড়বাজার জামে মসজিদে জানাজা নামাজ শেষে শেখপাড়া পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার দাফন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষঅংশ গ্রহণ করেন। মশিউজ্জামান বাবু’র মৃত্যুতে সাংস্কৃতিক সংগঠন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুর অরণি থিয়েটার, মেহেরপুর ব্যান্ড অ্যাসোসিয়েশন, ব্লাক অ্যান্ড হোয়াইটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।