মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৮১ বোতল ফেনসিডিল সহ আবুল কামাল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (30 আগস্ট) ভোরে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান- মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদ পেয়ে এসআই মোমিনুর রহমান ও এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাগোয়ান গ্রামের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। ভোর ৫-৩৫ মিনিটের সময় মাদক ব্যবসায়ী আবুল কালাম ওই স্থানে পৌঁছালে পুলিশ তার মোটর সাইকেল (খুলনা মেট্রো-ল-১১-১৯৭২) এর গতিরোধ করে। এ সময় তার মোটর সাইকেলে থাকা একটি বস্তাভর্তি ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে আটক করে থানা নেয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা সহ মেহেরপুর আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ