কার্পাসডাঙ্গা প্রতিনিধি: তিতাল্লিশ বছরেই থেমে গেলো আনিছুর রহমান মালিতা আনিছের জীবন। গতরাতে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) তার নিজ গ্রাম দামুড়হুদা কার্পাসডাঙ্গার আরমডাঙ্গা কবরস্থানে দাফন করা হচ্ছে।
পারিবারকসূত্র জানিয়েছেন, আনিছুর রহমান মালিতা আনিছ ঢাকাতেই ব্যবসা করতেন। সম্প্রতি অসুস্থ হলে বাড়ি ফেরেন। অবস্থার অবনতি হলে তাকে বুধবার দিনগতরাতে ঢাকায় নেয়ার জন্য রওনা হন। রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী,বাবাসহ অসংখ্য গুনাগ্রীহি রেখে গেছেন। আনিছ মালিতা কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়কারি আরামডাঙ্গা গ্রামের মোঃ মহি মালিতার বড় ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকাতে ব্যবসা করে আসছিলেন। আজ বৃহস্পতিবার আরামডাঙ্গা কবরস্থানে মৃতব্যক্তির জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হবে বলে জানাগেছে।