কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মদনা গ্রামে পল্লী বিদ্যুৎতের মিটার সরাতে গিয়ে মিলন হোসেন (২৫) নামের ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত মিলন হোসেন মদনা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। শুক্রবার (২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ান মিলন হোসেন শুক্রবার সকালে গ্রামের মালেক মিয়ার বাড়ীতে বৃষ্টিতে ধসে পড়া মাটির দেওয়ালে থাকা মিটার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্নক আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা শাপলা ক্লিনিকে নেয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।