বেগমপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)। রোববার ভোর ৪টার দিকে তিনি মৃতু্যবরণস করেন।
রুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটসলুয়া পশ্চিম পাড়ার মৃত দোয়া মল্লিকের ছেলে। রোববার বেলা ১১ টার দিকে নামাজে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন আ.লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের সদস্যরা বলেছেন, মস্তিস্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ