গাঁজাসহ শৈলমারীর ৪ জন চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল বেগমপুরের শৈলমারী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকারিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে গোয়েন্দাপুলিশের (ডিবি) ওসি মামুন অর রশিদের (পিপিএম) নেতৃত্বে এসআই ইবনে খালিদ হোসেন, এসআই মুহিদ হাসান ও এএসআই বিজন কুমার গোপন সংবাদের ভিত্তীত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদক বিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামে। এসময় গ্রামের বিরনের চায়ের দোকানের সামনের হেরিং রাস্তার ওপর থেকে গ্রামের রতন ম-লের ছেলে তছের উদ্দিন তছু (৬০), আপুর ছেলে মজিবুল ইসলাম (৪৫), শুকচাঁনের ছেলে আলম হোসেন (৪৪) ও আয়নাল মোল্লার ছেলে মোফাজ্জেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেন। পুলিশ জানায়, তাদের দেহতল্লাশী করে ২ কেজি গাঁজা উর্দ্দার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই ইবনে খালিদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক মালামালসহ আদালতে সোর্প করেছেন। গ্রামবাসি জানান, দীর্ঘদিন থেকে শৈলমারী গ্রামে একটি সংঘবদ্ধচক্র মাদক বিকিকিনি করে যুবসমাজকে বিপদগামি করে আসছিলো। সংঘবদ্ধ মাদককারবারীদের একটি অংশকে গ্রেফতার করায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছে গ্রামবাসি। ###

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More