মাথাভাঙ্গা মনিটর: ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা নানা পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। ২০২৮ সালে ৮২ তে পা দেবেন ট্রাম্প। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভবনাকে উড়িয়ে দেননি তিনি। এমনকী, তার জন্য সংবিধান অগ্রাহ্য করতেও রাজি বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্প পুত্র এরিক ট্রাম্পকে সোশাল মিডিয়ায় এ রকম একটি ক্যাপ পরা ছবিতে দেখা গেছে। ক্যাপটির দাম ৫০ মার্কিন ডলার। টি-শার্ট পাওয়া যাচ্ছে নীল এবং লাল রংয়ে। দাম ৩৬ মার্কিন ডলার। কাপ ধরার কুজিস মিলছে ১৮ মার্কিন ডলারে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.