জীবননগর ব্যুরো: জীবননগরের হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মোস্তাক আহমেদের হাতে সিনিয়র শিক্ষক আহমদুল হক তুহিন লাঞ্ছিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্কুলের বনভোজন আয়োজন বিষয়ক সভা শেষে তাকে লাঞ্ছিত করার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী মোস্তাক আহমেদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, হাসাদাহ স্কুলের শিক্ষার্থীদের পিকনিকে যাওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের কক্ষে সভা আহ্বান করা হয়। তাতে প্রধান শিক্ষক সাইদুর রহমান সভাপতিত্ব করেন। পিকনিক টিমের আহ্বায়ক করা হয়েছে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদুল হক তুহিনকে। সভার শেষ পর্যায়ে অফিস সহকারী মোস্তাক প্রবেশ করেন এবং তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষক আহমদুল হক তুহিনের সাথে উচ্চবাচ্য কথায় লিপ্ত হয়। সভা শেষে তুহিন বাইরে বের হলে মোস্তাক আকস্মিক কিলঘুষি মারতে থাকেন আহমদুল হককে। প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর অভিযোগ করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।