স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ হরিণাকুণ্ডু চাঁদপুর জোয়ার্দ্দারপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান (৫০) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে রজব জোয়ার্দ্দারের ছেলে সাইফুল জোয়ার্দ্দারকে (৩৭) আটক করেছে র্যাব। এরা হরিণাকু- থানার একটি মামলার আসামি। আটকের পর ওই মামলায় দুজনকে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের গ্রেফতার দেখায়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপাার মো. কামাল উদ্দীনের নেতৃত্বে একটি অভিযানিক দল রোববার বিকেলে ঝিনাইদহ মুজিব চত্ত্বরে অভিযান চালান। এ সময় ধরাপড়ে হরিণাকুণ্ডু থানার গত ৮ অক্টোবরে রুজুকৃত মামলার আসামি দুজন। দুজনকেই হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া করে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ