মাথাভাঙ্গা মনিটর: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ দেশটির সিনিয়র কর্মকর্তারা মঙ্গলবার সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করাসহ যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ বলেছেন, বৈঠক শেষে তিনি চলতি সপ্তাহেই কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে একটি রুশ প্রতিনিধিদল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করছে। এটি ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু হওয়ার পর উভয় পক্ষের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ইউক্রেনকে ছাড়াই প্রথমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৈঠক করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই সপ্তাহে সৌদি আরব যাবেন।
পূর্ববর্তী পোস্ট
চ্যাম্পিয়নস ট্রফিতে নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.