মাথাভাঙ্গা মনিটর: সুদানে আধা-সামরিক বাহিনী (আরএসএফ) তিনদিনে ২০০ জন বেসামরিককে হত্যা করেছে। নিহতদের তালিকায় নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত ছিল। দেশটির দক্ষিণে অবস্থিত আল-কাদারিস ও আল-খেলওয়াত গ্রামগুলোতে এ হত্যাযজ্ঞ চালানো হয়। গতকাল মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে। আরএসএফের সদস্যদের বিরুদ্ধে দারফুরে ‘মানবতাবিরোধী অপরাধে’ জড়ানোর অভিযোগ রয়েছে। আধা-সামরিক বাহিনীর এমন নির্বিচারে গণহত্যাকে মানবাধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে আইনজীবী গ্রুপটি। তারা আরও জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া হামলায় আরএসএফ ‘হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম এবং সম্পত্তি লুটপাট’ চালিয়েছে। এছাড়াও শত শত আহত বা নিখোঁজে মতো ঘটনাও ঘটেছে। আইনজীবী গ্রুপটির মতে, নীলনদ পার হয়ে পালানোর চেষ্টা করার সময় কিছু বাসিন্দাকে গুলি করা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ডুবে গেছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.