সিরিয়ার মসজিদে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার বিখ্যাত উমায়াদ মসজিদে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তাসংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন। তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More