ডেস্ক নিউজ:
পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিলেন ৫ বন্ধু। তাদের হাসিঠাট্টার একপর্যায় হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির ওপর। তাৎক্ষণিক আগুন ধরে যায় সেখানে। মুহূর্তে তা ছড়িয়ে একে একে সব ছিট জ্বলতে থাকে। এ সময় বাসে থাকা সব শিক্ষার্থী দৌড়ে নেমে পড়েন।
ফলে সবাই সুস্থ অবস্থায় থাকলেও পুড়ে যায় গোটা বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি সোমবার রাত সাড়ে ৮টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গুরুদাসপুরের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকার রাজুক ক্যাডেট একাডেমি নামে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে বিসমিল্লাহ পরিবহনের দু’টি বাস নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে পিকনিকে আসে। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। দ্রুত চালক বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সব যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
বাসে থাকা ছাত্র আরাফাত, রণি, রাজন জানায়, পেছনে বন্ধুরা ধূমপান করতে গিয়ে ব্যাটারির ওপর আগুন ফেললে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কপাল ভালো সবাই নিরাপদে নামতে পেরেছি। সাউন্ড সিস্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাজুক ক্যাডেট একাডেমির সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি।