ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। তারা সকলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে রোগমুক্তির সনদ, উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএম’র সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার রাকিব উদ্দিন রনি, মেডিকেল অফিসার, ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম, ডা. কনক হোসেন, ডা. আজিজুর রহমান, আব্দুল্লাহ আস সাজ্জাদ রহিমীসহ অন্যান্যরা। পরে করোনা মুক্তিতে দোয়া ও মোনাজাত করা হয়। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ