মাথাভাঙ্গা মনিটর: চীনা চিকিৎসকরা প্রথমবারের মতো একটি জিনগতভাবে পরিবর্তিত শুকরের লিভার মস্তিষ্ক-মৃত (ব্রেন-ডেড) এক মানবদেহে প্রতিস্থাপনে সফল হয়েছেন। বুধবার তারা এই সাফল্যের ঘোষণা দিয়ে জানিয়েছেন, এটি অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং বিশ্বজুড়ে লিভার দাতার ঘাটতির সমাধানে নতুন আশার আলো দেখাচ্ছে। অঙ্গ দানের জন্য শুকরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রাণী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বেশ কয়েকজন জীবিত রোগীর শরীরে শুকরের কিডনি বা হৃদযন্ত্র সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তবে লিভার প্রতিস্থাপন বেশি চ্যালেঞ্জিং, এবং এটি এর আগে কোনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। বিশ্বজুড়ে লিভার প্রতিস্থাপনের চাহিদা দিন দিন বাড়ছে। তাই গবেষকরা আশা করছেন, জিন-সম্পাদিত শুকরের লিভার অন্তত গুরুতর অসুস্থ রোগীদের জন্য একটি সাময়িক সমাধান হতে পারে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.