স্টাফ রিপোর্টার: মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাকে নিয়ে বিতর্ক ওঠায় এক সপ্তাহের মধ্যে আরেকজনকে ওই পদে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার কৃষিমন্ত্রীর একান্ত সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে মেহেরপুরের নতুন ডিসি হিসেবে বদলী করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির আদেশও একইসঙ্গে বাতিল করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে বিতর্কিত অন্য কর্মকর্তাদের আদেশও পুনঃবিবেচনার চিন্তা-ভাবনা চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সম্প্রতি ডিসি পদে পদায়নকৃত কর্মকর্তাদের বিষয়ে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। ফলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিষয়টি পুনঃবিবেচনা করা হচ্ছে। মেহেরপুর জেলায় পদায়নকৃত কর্মকর্তার আদেশ বাতিল করে নতুন আরেকজনকে নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে ডিসি পদে পদায়নকৃত সাতজন কর্মকর্তার মধ্যে তিনজনই শিক্ষাজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ