মেহেরপুর অফিস: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে ৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা মাত্র ২১ জন। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৪ জন, গাংনী উপজেলার একজন ও মুজিবনগর উপজেলার একজন বাসিন্দা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৯ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ৬ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৪ হাজার ৯৮ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬১১ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫২৯ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৭৭ জন, গাংনী উপজেলায় ১৯৯ জন এবং মুজিবনগর উপজেলায় ৫৩ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। চিকিৎসাধীন বাকি ২১ জনের মধ্যে সদরে ১১ জন, গাংনীতে ৫ জন এবং মুজিবনগরে ৫ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৪৬ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৩ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।