মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

গাংনী থেকে আলমডাঙ্গার আসমানখালী আত্মীয় বাড়ির উদ্দেশে বের হয়ে বিপত্তি
মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেল থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনীর ধানখোলা সানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, নিহত ওমর আলী চিৎলা গ্রামের ইয়াদ আলীর ছেলে। আহত নকরুল ইসলাম বলেন, বাবাকে নিয়ে মোটর সাইকেলে করে পাশের আসমানখালী গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিয়ে গেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। এ সময় বাঁচাতে গিয়ে আমিও আহত হই।
মেহেরপুর জেলা পরিষদ সদস্য শওকত আলী জানান, ট্রাক্টরে করে মাটি বহনের কারণে রাস্তা ধুলায় ভরে গেছে। তাছাড়া মোটর সাইকেলের চাকা স্লিপ করে প্রায়ই দুঘর্টনা ঘটছে।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইলা আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওমর আলী মারা গেছেন। আর তার ছেলে নকরুলকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওসি বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More